বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

May 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগ সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু করার লক্ষ্যে ক্লাস্টার ও ভেনু প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার এসএম জয়নুদ্দিন, শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম,জাহিদুর রহমান, শামসুল আরেফিন, নুরুল গনি,শিক্ষক নেতা কমর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।