বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোমিনপুর ও সিংহাটি চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

June 01, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাড়াদী ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিংহাটি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়ে সদর উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে যুগিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিংহাটি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে সিংহাটির পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বারাদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বারাদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস, বিদ্যালয় কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।