বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

July 19, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মুজিবনগর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু  এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালের দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আগামী ২৬ জুলাই সকাল ৯টায় মুজিবনগর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার উদ্বোধন এবং ২৭ জুলাই ফাইনাল খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা করা হয়। সভায় টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।