খেলাধুলা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টর খবর

By মেহেরপুর নিউজ

October 19, 2016

মেহেরপুর নিউজ, ১৯ অক্টোবর: মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ে বঙ্গমাতা ফজিলাতুননেছা ফুটবল টুর্নামেন্টে মুজিবনগরের ভবানিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে গাংনীর পূর্বমালশাহদহ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

বুধবার বিকালে অনুষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুননেছা ফুটবল টুর্নামেন্টে মুজিবনগরের ভবানিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে সদর উপজেলার শোলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ীদলের তানিয়া ও অপরটি আত্মঘাতি গোল হয়। বিজতী দলের পক্ষে আলপনা একমাত্র গোলটি করেন। খেলায় বিজতী দলের পক্ষে আলপনা সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এদিকে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে গাংনীর পূর্বমালশাহদহ ৩-০ গোলের ব্যবধানে মুজিবনগরের দারিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরাজিত করে। বিজয়ী দলের সোহরাব, হুসাইন ও আলামিন একটি করে গোল করেন। খেলায় বিজয়ী দলের সোহরাব সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।

খেলা শেষে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম তৌফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন