বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আমঝুপি ও উজলপুর

By মেহেরপুর নিউজ

July 26, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আমঝুপি সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় এবং উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বুধবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল খেলায় আমঝুপি সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।নির্ধারিত সময় খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টইব্রেকারের আশ্রয় গ্রহণ করতে হয়। টাইব্রেকারে আমঝুপির পক্ষে নুর ইসলাম, তানভীর এবং ইন্তু একটি করে গোল করেন। ঝাউবাড়িয়ার পক্ষে সাফি এবং জিহাদ একটি গোল করেন।

দিনের অপর সেমিফাইনাল খেলায় উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেমিফাইনাল খেলায় উজুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে আমদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।নির্ধারিত সময় খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টইব্রেকারের আশ্রয় গ্রহণ করতে হয়। টাইব্রেকার উজলপুরের পক্ষে হুসাইন, তানভীর এবং সৌরভ একটি করে গোল করেন। আমদহের পক্ষে মাহবুল এবং সিয়াম গোল করেন।