ফুটবল

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মুজিবনগর উপজেলা ফাইনালে

By মেহেরপুর নিউজ

June 07, 2021

মেহেরপুর নিউজ:

মুষলধারে বৃষ্টি শেষে টানা বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু  হলেও দ্বিতীয়ার্ধে কোন পক্ষে গোল করতে পারেনি। সঙ্গত কারণেই খেলাটি টাইব্রেকারে গড়াই। টাইব্রেকারে আগে মুদ্রা নিক্ষেপে পৌর একাদশের অধিনায়ক দীপ হালদার মুদ্রা নিক্ষেপের জয়ী হয়ে প্রতিপক্ষ মুজিবনগর উপজেলা একাদশকে কিক নেওয়ার আমন্ত্রণ জানান।

প্রথম কিক থেকে বাপ্পি গোল করে দলকে এগিয়ে নেন, পৌর একাদশের মিঠুন সমতা ফেরানোর জন্য কিক নিলেন বটে, তবে বল চলে গেল গোলবারের উপর দিয়ে।দ্বিতীয় কিক মুজিবনগরের পিন্টুর গোল। যার অর্থ মুজিবনগর ২-০ গোলে এগিয়ে। ব্যবধান কমানোর লক্ষ্যে পৌর একাদশের রাফাত কিক নেওয়ার জন্য আসলেন। কিক নিলেন কিন্তু মুজিবনগরের গোলরক্ষক রকি বাধা হয়ে দাড়ালেন। অর্থাৎ বলতে আটকে দিলেন। দ্বিতীয় গোলটি যখন করতে ব্যর্থ হলো মেহেরপুর পৌরসভা একাদশ, তখনই বোঝা গিয়েছিল পৌর একাদশের খেলায় ফিরতে পারছে না। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জয়ী হয়ে মুজিবনগর উপজেলা একাদশ দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছ।

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্টেডিয়াম মাঠে মেহেরপুর জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব “১৭” ফুটবলে মেহেরপুরের মুজিবনগর উপজেলা দল জেলা পর্যায়ের খেলার যোগ্যতা অর্জন করেছে। সোমবার বিকালে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর মুজিবনগর উপজেলা একাদশ টাইব্রেকারে ২-০ গোলে মেহেরপুর পৌর একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

এর আগে খেলা শুরুর পর থেকে প্রথমার্ধে উভয় দলই গোলের সহজ সুযোগ লাভ করেছিল। কিন্তু কোন দলই সেই সুযোগ থেকে গোল করতে না পারায় প্রথমার্ধ কাটে গোলশূন্য ভাবে। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার কয়েক মিনিট পূর্বে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরই মাঝে খেলার বিরতির বাঁশি বাজান রেফারি আব্বাস আলী ।

মুষলধারে বৃষ্টির সাথে প্রচন্ড শব্দের বিদ্যুৎ চমকাতে থাকার কারণে বেশ কিছু সময় যাবত খেলা বন্ধ থাকে। পরে বৃষ্টি শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। দ্বিতীয়ার্ধে কোন দলই গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকার এর মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। টাইব্রেকারে মুজিবনগরের পক্ষে বাপ্পি পিন্টু, জাহিদ হাসান, এবং মাসুম বিল্লা গোল করেন। সিফাতুললার কিক মেহেরপুর পৌর একাদশের গোলরক্ষক শাকিল আটকে দেন।

অপরদিকে পৌর একাদশের পক্ষে দীপ হালদার এবং আকাশ গোল করলেও ব্যর্থ হন রাফাত এবং মিঠুন। মঙ্গলবার ফাইনালে মেহেরপুর সদর একাদশের বিপক্ষে মোকাবেলা করবেন বিজয়ী মুজিবনগর উপজেলা একাদশ। খেলাটি উপভোগ করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার, পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসান, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী, মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান প্রমূখ।