ফুটবল

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলাটি অমীমাংসিত ভাবে সমাপ্ত

By মেহেরপুর নিউজ

December 04, 2021

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মেহেরপুর জেলা একাদশ ও গোপালগঞ্জ জেলা একাদশের মধ্যকার খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

শনিবার অনুষ্ঠিত গোপালগঞ্জ ফজলুল করিম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে আওয়ে ম্যাচে মেহেরপুর জেলা একাদশ খেলার প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় রুহুলের দেওয়া গোলে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় স্বাগতিক গোপালগঞ্জ একাদশের পক্ষে রাসেল খেলায় সমতা ফেরান। নির্ধারিত সময়ে উভয় দল আরো গোলের সুযোগ পেয়েও শেষ পর্যন্ত গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত ভাবে খেলা শেষ হয়।