বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বাড়াদি ফাইনালে

By মেহেরপুর নিউজ

June 26, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭-র খেলায় বাড়াদি ইউনিয়ন ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সোমবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় বাড়াদি ইউনিয়ন ট্রাইব্রেকার ৪-২ গোলে আমঝুপি ইউনিয়নকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় খেলাটি শেষ পর্যন্ত টাইব্রেকার এর মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। খেলায় বাড়াদি ইউনিয়নের পক্ষে রিফাত, ইয়ামিন, খাইরুল এবং সোহেল গোল করেন।আমঝুপি ইউনিয়নের পক্ষে নাদিম এবং জাব্বার গোল করেন।