ফুটবল

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপে মেহেরপুর একাদশের জয়ের ধারা অব্যাহত

By মেহেরপুর নিউজ

December 14, 2021

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে খুলনা মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২১ ফুটবল এর অ্যাওয়ে ম্যাচে মেহেরপুর জেলা একাদশ তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে।

মঙ্গলবার বিকেলে খুলনা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় অতিথি দল মেহেরপুর জেলা একাদশ ২-১ গোলে স্বাগতিক খুলনা জেলা একাদশকে পরাজিত করে।খেলার প্রথমার্ধে ১০ মিনিটের মাথায় মেহেরপুরের পক্ষে হিমেল গোল করে খেলায় এগিয়ে যান। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় খুলনার পক্ষে তারা গোল করে খেলায় সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটের মাথায় মেহেরপুর জেলার পক্ষের শামীম গোল করে জয় নিশ্চিত করেন। গত ১১ ডিসেম্বর মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর জেলা একাদশ একই ব্যবধানে খুলনা জেলা একাদশকে পরাজিত করেছিল।