ক্রিকেট

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নের লজ্জাজনক হার

By মেহেরপুর নিউজ

February 27, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধীনে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শেষ খেলায় সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল লজ্জাজনক হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত টুর্নামেন্টের লীগ পর্বের শেষ খেলায় সাবেক জাতীয় চ্যাম্পিয়ন কবি নজরুল শিক্ষা মঞ্জিল এবং সাবেক রানারআপ প্রতিবেশী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ একে অপরের মোকাবেলা করে।

শেষ খেলায় জয় কিংবা পরাজয় কোন টি মুখ্য ভূমিকা পালন না করলেও সাবেক দুই জাতীয় চ্যাম্পিয়ন ও রানার্স আপ এর মধ্যকার খেলাটি শেষ পর্যায়ে সাবেক রানারআপ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জয় লাভ করে।

প্রথমে ব্যাট করতে নেমে কবি নজরুল শিক্ষা মঞ্জিল ২৬ ওভার ৩ বলে মাত্র ৫৫ রান করে সবাই আউট হয়ে যায়। কবি নজরুল শিক্ষা মন্দিরের কোন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা অতিক্রম করতে পারেনি। দলের পক্ষে জিহাদ সর্বোচ্চ ৯ রান সংগ্রহ করে। টেকনিক্যাল স্কুলের মাসুম ৪টি উইকেট লাভ করে। সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৪০ বল মোকাবেলা করে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে মাসুম ২০ সোহান ১৯ রান করে।

কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সালমান দুটি উইকেট লাভ করেন।লিগ পর্বের আগেই মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় ও এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন ২ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।