খেলাধুলা

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা পর্যায়ের শিরোপা আমদাহ ইউনিয়নের

By মেহেরপুর নিউজ

September 11, 2018

মেহেরপুর নিউজ,১১ সেপ্টেম্বর: প্রথমাদ্ধে গ্রনে গ্রনে ৪টি, পরের হাফে আরো ১টি, সর্বমোট ৫বার প্রতি পক্ষের জালে বল ফেলে খেলাটিকে নিজেদের করে নিয়ে প্রথম বারের অনুষ্ঠিত বঙ্গবন্দু জাতীয় গোল্ডকাপে প্রথম শিরোপা ঘরে তুলে আমদা ইউনিয়ন। সেই সাথে সুবলের হাট্রিক। আর কি চাই। মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা পর্যায়ের ফাইলান খেলায় আমদাহ ইউনিয়ন ৫-১ গোলে পরাজিত করে বুড়িপোত ইউনিয়নকে ্ খেলার শুরু হওয়ার ৮ মিনিটের মাথায় সামারুল গোল করে দলকে এগিয়ে নেই। ১১ মিনিটের মাথায় সুবেল এর পর শুধু সুবেল ম্যাজিক। ১৫ মিনিটে নিজের ২য় এবং দলের ৩য় এবং ২০ মিনিটে নিজের হ্যাট্রিক করার পাশাপাশি দলের ৪-০ গোলে লিড এনে দেয়। বিরতীল পর কিছুটা গা ঝাড়া তিয়ে খেলে। তার পরও আত্রমনের ধার একই গতিতে চলে এবং দ্বিতীয়াদ্বের ২০ মিটিটে সামারুল বুড়িপোতার কপালে শেষ পেরেকটি ঠুকে দেয় । দল লীড পায় ৫-০ তে। শেষ পর্যন্ত সামারুল ও হাট্রিকের সুযোগ আর সুবেলের গোল বারানো সুযোগে ও নষ্ঠ হয়ে যায়। গুড়ি গুড়ি বৃষ্ঠির মধ্যে শেষ পর্যন্ত মুস্তাফিজ ১টি গোল পরিশোধ করে। খোলার সামারুল মানে অব দ্যা টুর্ণামেন্ট, সুবেল ও সামারুল যোথ্যভাবে সর্বচ্চ গোলদাতা হিসাবে পুরস্কার লাভ করেন। খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আলতাব আলী পুরস্কার বিতরণ করেণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলী, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আনারুল ইসলাম, শাহা জামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিল্ব কুমার কুন্ডু।