রাজনীতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না—অ্যাড. মিয়াজান আলী

By মেহেরপুর নিউজ

January 11, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারী:

মেহেরপুরের জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম  না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি বলেন, জাতীর জনকের স্বপ্ন ছিলো এই দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। আমরা তার সেই স্বপ্ন পূরনের জন্য কাজ করে যাচ্ছি। মিয়াজান আলী মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর শহরের হোটেল রাজার মোড়ে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম, শহর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক অ্যাড. খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক কাবিজুল হক মিলন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর খান, পোলেন, রিংকু প্রমুখ। এর আগে শহরে একটি মিছিল বের করা হয়। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এদিন বিকেলে জাতীর জনকের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল ও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন পুষ্পমাল্য অর্পন করেন।