ফুটবল

বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপে গাংনী ফুটবল একাদশ ১-০ গোলে জয়ী

By মেহেরপুর নিউজ

September 22, 2019

 মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি গোল্ডেন কাপে গাংনী ফুটবল একাদশ ১-০ গোলে হিজলবাড়িয়া ফুটবল একাদশতে পরাজিত করেছে।

রবিবার বিকেলে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে গোল শুন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের মাথায় গাংনী একাদশের পক্ষে একমাত্র জয়সুচক গোলটি করেন রক্ষণ ভাগের খেলোয়াড় হিরক।

এর পরে আর কোন দলই গোলের দেখা পাইনি। গাংনী একাদশ ও হিজলবাড়িয়া একাদশের খেলোয়াড়দের মধ্যে সেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করেন জয়ী দলের গোলদাতা হিরক। হিরককে সেরা খেলোয়াড়ের পুরুষ্কার তুলে দেন কাউন্সিলর বদরুল আলম, সাহিদুল ইসলাম।