ফুটবল

বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বুড়িপোতা ফুটবল একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

August 28, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সিটি ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বুড়িপোতা ফুটবল একাদশ জয়লাভ করেছে। রবিবার মেহেরপুর কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় বুড়িপোতা একাদশ ৩-১ গোলে চাঁদবিল শেরেবাংলা ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় শামীম গোল করে দলকে এগিয়ে নেন। এর ৫ মিনিটের মাথায় শামিম দলের এবং নিজের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধের ২৩ মিনিটের মাথায় রাসেল দলের পক্ষে তৃতীয় গোলটি করেন।

দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের সময় বুড়িপোতার মাসুম পরপর দুটি হলুদ কার্ড লাভ করার রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেম। বাকি সময়টুকু বুড়িপোতা একাদশ ১০ জনকে নিয়ে খেলে। এই সুযোগে চাঁদবিল শেরে বাংলা ক্লাব দ্বিতীয়ার্ধের ২৭ঃমিনিটের সময় একটি গোল পরিশোধ করে।

দলের পক্ষে রাসেল গোলটি করেন। খেলা বিজয়া শামিম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে রাশেদুল ইসলাম আনন্দ, জুলফিকার সেখানে উপস্থিত ছিলেন।