ফুটবল

বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পোড়াদহ ওয়ান্ডারার্স ক্লাব কোয়ার্টার ফাইনালে

By মেহেরপুর নিউজ

August 29, 2022

মেহেরপুর নিউজ:

খেলা শুরু হওয়ার আগে হাড়াভাঙ্গা ফুটবল একাদশের এক কর্মকর্তাকে ডেকে কিছুটা ক্ষোভের শুরেই বলছিলেন, কি দল করেছেন? আপনাদেরকে বলা হয়েছিল ভালো দল গড়ার। প্রতিপক্ষ অনেক শক্তিশালী। কিন্তু মেহেরপুরের মাঠে এ কি দল করেছেন। কয় গোল খাবেন?

বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সোমবারের খেলা শুরু হওয়ার আগে হাড়াভাঙ্গা ফুটবলের এক কর্মকর্তাকে ডেকে কথাগুলো বলছিলেন টুর্নামেন্ট কমিটির অন্যতম কর্ণধার জুলফিকার। কিন্তু খেলা শুরু হওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই হাড়াভাঙা ফুটবল একাদশ গোল করে দলকে এগিয়ে নেন। পোড়াদহ ওয়ান্ডারার্স এবং হাড়াভাঙ্গা ফুটবল একাদশের খেলোয়াড়দের চেহারা দেখে স্বল্প সময়ের মধ্যে হাড়াভাঙ্গা ফুটবল দল প্রথমে গোল করবে এটি একেবারেই চিন্তার বাইরে। প্রথম গোল খেয়ে অবশ্য গাছড়া দিয়ে ওঠে। এবং শেষ পর্যন্ত শাকিল এর হ্যাটট্রিকসহ ৪ গোলের সুবাদে ৬-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে পোড়াদহ ওয়ান্ডারার্স ক্লাব।

মেহেরপুর সিটি ক্লাবের উদ্যোগে মেহেরপুর কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে যোগ্য দল হিসেবেই পোড়াদহ ওয়ান্ডারার্স ক্লাব জয়লাভ করে। সোমবার অনুষ্ঠিত খেলার শুরু হতে না হতেই প্রথম আক্রমণ থেকে গোল আদায় করে নেন। হাড়াভাঙ্গা ফুটবল একাদশ দলের পক্ষে তরুণ স্ট্রাইকার হোসাইন গোলটি করেন। গোল হজম করার পরপরই পোরাদাহ ওয়ান্ডার্স ক্লাব গা ঝাড়া দিয়ে উঠে এবং পুরো মাঠের নিয়ন্ত্রণ নেন। প্রথমার্ধের ২২ মিনিটের মাথায় তানিম গোল করে খেলায় সমতা ফেরান। ২৩ মিনিটের মাথায় শাকিল গোলে ব্যবধান দ্বিগুণ এ পরিণত করেন। ৩২ মিনিটে শাকিল নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোলটি করেন।দ্বিতীয়ার্ধে মাঠের পুরো নিয়ন্ত্রণে নেন ওয়ান্ডারার্স ক্লাব। ২৫ এবং ২৭ মিনিটে শাকিল হ্যাটট্রিক করার পাশাপাশি চারটি গোল করেন। ২৯ মিনিটের মাথায় রিজন দলের পক্ষে ষষ্ঠ গোলটি করেন। এদিকে দ্বিতীয়ার্ধে শাকিল একটি পেনাল্টি সহ কমপক্ষে চারটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন।

বিজয়ী দলের শাকিল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে রাশেদুল ইসলাম আনন্দ, জুলফিকার সেখানে উপস্থিত ছিলেন।