মেহেরপুর নিউজ:
মেহেরপুর সিটি ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পোড়াদহ একাদশ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। সোমবার মেহেরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় পোড়াদাহ একাদশ ২-০ গোলে চাঁদবিল একাদশকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে স্বাধীন এবং দ্বিতীয়ার্ধে রেজওয়ান একটি করে গোল করেন। খেলায় বিজয়ী দলের স্বাধীন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মতিউর রহমান ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করেন। এসয় আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমীন, রাশেদুল ইসলাম আনন্দ, জুলফিকার, ফিরাতুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।