বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন উপলক্ষে র‌্যালী ও মানববন্ধন

By মেহেরপুর নিউজ

August 07, 2016

মেহেরপুর নিউজ, ০৭ আগষ্ট: বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের ৮৬ তম  বাষির্কী উপলক্ষে আগামী প্রজন্মকে সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে মায়েদের সচেতন করার লক্ষে মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন ও র‌্যালীর আয়োজন করা হয়।

রবিবার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরার নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সাংগঠানিক সম্পাদিকা নারগিস পারভিন, উপজেলা সভানেত্রী লতিফন নেছা লতা, শহর সভানেত্রী রোকসানা কামাল, নাসরিন আক্তার প্রমুখ।

এর আগে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের ৮৬ বাষির্কী উপলক্ষে মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরার নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।