খেলাধুলা

বনশ্রী ব্যাডমিন্টন টুর্নামেন্ট আরিফ-তানভীর জুটি ও শাফায়েত-ইশা জুটি সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

March 23, 2022

মেহেরপুর নিউজ:

ঢাকায় অনুষ্ঠিত বনশ্রী ব্যাডমিন্টন টুর্নামেন্ট মেহেরপুরের ছেলে আরিফ-তানভীর জুটি ও শাফায়েত-ইশা জুটি সেমিফাইনালে উঠেছে। রাতে অনুষ্ঠিত খেলায় আরিফ-তানভীর জুটি ৪ টি এবং শাফায়েত-ইশা জুটি ৫ টি খেলায় জয় লাভ করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

শেষ খেলায় আরিফ-তানভীর জুটি ২-০ সেটে কুমিল্লা জেলা কে এবং শাফায়েত-ইশা জুটি ২-০ সেটে বরিশাল জেলা দলকে পরাজিত করে।