বর্তমান পরিপ্রেক্ষিত

বনে ছেড়ে দেওয়া হলো বাঘডাসাটি

By মেহেরপুর নিউজ

May 03, 2017

মেহেরপুর নিউজ,৩ মে: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর গ্রামের একটি পুকুড়ে পানি খাওয়ার সময় স্থানীয় কৃষকরা একটি বাঘডাসা আটক করেন। পরে বনকর্মকর্তাদের মাধ্যমে সেটিকে স্থানীয় একটি বনে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে বামন্দী-নিশিপুর গ্রামের মাঠের পাশে একটি পুকুরে পানি খাচ্ছিল বাঘডাসাটি। এ সময় স্থানীয় কয়েকজন কৃষক কৌশলে বাঘটিকে আটক করে। পরে গাংনী উপজেলা বনবিভাগকে খবর দেয়া হয়। উপজেলা বন কর্মকর্তা হামিম হায়দার ঘটনাস্থলে পৌছে বাঘডাসাটি হেফাজতে নেন। পরে স্থানীয় একটি বনে বাঘডাসাটিকে অবমুক্ত করেন। গাংনী উপজেলা বন কর্মকর্তা হামিম হায়দার জানান, আটককৃত জীবটি বাঘের একটি প্রজাতি। যা বাঘডাসা নামে পরিচিত।