বর্তমান পরিপ্রেক্ষিত

বরিশালে সড়ক দূর্ঘটনায় নিহত মেহেরপুরের ২ ব্যবসায়ীর লাশ নিজ নিজ গ্রামে দাফন

By মেহেরপুর নিউজ

March 13, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মার্চ: মেহেরপুর থেকে কাঁচামাল বোঝাই করে বরিশালে যাবার পথে বরিশালে পৌঁছাবার আগে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মেহেরপুরের নিহত ২ জনের লাশ নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। আহত চালককে প্রাথমিক চিকৎসা দেয়া হয়। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামের  আরোজ আলীর ছেলে আলমগীর (২৬) পেশায় একজন ব্যাপারী। মেহেরপুর থেকে একটি ট্রাকে (নং ঢাকা মেট্রো- ড-১১-১৩৭৫) সবজি বোঝায় দিয়ে  বৃহম্পতিবার মধ্যরাতে বরিশালের উদ্দেশ্যে ট্রাক ছাড়ে। শুক্রবার সকালের দিকে বরিশাল পৌছাবার আগে বামরাইল নামক স্থানে পিছন থেকে একটি যাত্রীবাহী পরিবহন ট্রাকটিকে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটি রাস্থার পাশে উল্টে যায়। এতে ট্রাকের হেলপার মেহেরপুর মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের আবুল কালামের ছেলে পল্টু (২০) ও ব্যাপারি আলমগীর (২৬) ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনা স্থলেই নিহত হয়। একই সময়ে আহত হয় ট্রাকের চালক মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার সেলিম। আহত সেলিম আহত অবস্থায় পালিয়ে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়। খবর পেয়ে বরিশাল থানা পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে নেয়। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত লাশ উদ্ধারে নিহত আলমগীর ও হেলপাব পল্টুর স্বজনরা বরিশাল পোঁছে। শুক্রবার রাতে ময়না তদন্ত শেষে পুলিশ  লাশ স্বজনদের হাতে তুলে দেয়। শনিবার ভোরে লাশ নিঝ নিজ গ্রামে এসে পৌছুলে দ্রুত দাফনের ব্যাবস্থা করা হয়।