বর্তমান পরিপ্রেক্ষিত

বর্ণাঢ্য আয়োজনে কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালন

By মেহেরপুর নিউজ

May 20, 2023

মেহেরপুর নিউজ:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুফুরের দিকে কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত পিপি কাজী শহিদুল হকের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক। শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী কুদরতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাবেক পিপি অ্যাডভোকেট খোন্দকার একরামুল হক হীরা, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন।এদিকে এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্নিল সাজে সজ্জিত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে বরন করে নেয়।

জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।এসময় গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউটস সদস্যরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে ছিলেন।এর আগে মানপত্র পাঠ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেকে মানপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে বামনপাড়া কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষকরা সেখানে সমবেত হতে থাকেন। এসময় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম শাহীন, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, মেহেরপুর সদর উপজেলার আওয়ামী লীগের সদস্য ও আমদহ  ইউনিয়ন আওয়ামী লীগের ০১ নং যুগ্ম সাধারণ  সম্পাদক মোঃ আতিয়ার রহমান হিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।