শিক্ষা ও সংস্কৃতি

বর্তমান সরকার শিক্ষার মান ও হার বাড়াতে কাজ করছে —– — —-এমপি মকবুল হোসেন

By মেহেরপুর নিউজ

December 18, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ ডিসেম্বর:

মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বলেছেন, মেহেরপুর জেলার মানুষ শিক্ষা ও অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে আছে। জেলার মানুষকে অর্থসামাজিক ভাবে উন্নতি ও মাথা উচুঁ করে দাড়াতে হলে শিক্ষার হার বাড়াতে হবে। বর্তমান সরকার শিক্ষার হার ও মান বাড়াতে নিরলশভাবে কাজ করছে। তাই শিক্ষা ক্ষেত্রে সর্বাধিক গূরত্ব দিচ্ছে। এলাকার শিক্ষার মান বাড়াতে সকলকে এক সাথে কাজ করতে হবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও জোতি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে মকবুল হোসেন এমপি এসব কথা বলেন। জোতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ টুটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শহিদুল ইসলাম শাহ, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন। গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা খাতুন,সহকারী প্রধান শিক্ষক সামসুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাবেক মেম্বর আব্দুল হান্নান,  জেলা যুবলীগের সহসভাপতি আল ফারুক, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সৈনিকলীগ সহসভাপতি জিয়ঢউল হক জিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ। পরে গাংনী উপজেলা শিল্পকলার শিল্পীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজ করা হয়। উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ৫৮ লক্ষ টাকা ব্যায়ে জোতি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মান করা হযেছে।