অন্যান্য

বহু প্রতিক্ষার পর মেহেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু

By মেহেরপুর নিউজ

November 30, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর: বহু প্রতিক্ষার পর আজ থেকে মেহেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আজ রোববার সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার হামিদুল আলম, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক বশির আহমেদ হর অফিসরে কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অতিথিরা পাসপোর্ট অফিসের সার্ভার রুম, ডেলিভারী রুম, তথ্য প্রদান রুম সহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

উল্লেখ্য, প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযাযী মেহেরপুর সহ একযোগে দেশের ৩৩টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু করা হয় বছর দেড়েক আগে। সেই থেকে অফিস ভাড়া নিয়ে শুধু পাসপোর্ট নবায়নের কাজ চালিয়ে আসছিলা মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসটি।