জাতীয় ও আন্তর্জাতিক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রাখাইন মুসলিম নাগরিকদের সাহায্যার্থে এগিয়ে এসেছে চট্রগ্রাম সিটি ইউনিট

By মেহেরপুর নিউজ

September 19, 2017

ডেস্ক রিপোর্ট,১৯ সেপ্টেম্বরঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রাখাইন মুসলিম নাগরিকদের সাহায্যার্থে এগিয়ে এসেছে চট্রগ্রাম সিটি ইউনিট। সিটি ইউনিটের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসাবে ৩ লাখ ৭০ হাজার টাকা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর এর কাছে হস্তান্তর করা হয়। রবিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরস্থ চেয়ারম্যান কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান। চট্রগ্রাম সিটি ইউনিটের পক্ষে ইউনিটের কার্যনির্বাহী কমিটি সদস্য ও ডেলিগেট জনাব এইচ. এম সালাউর্দ্দিন এই চেক হস্তান্তর করেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক এস.এম আহমদ, সমাজসেবী জনাব মুনতাসির মামুন এবং মিসেস কাসফিয়া কামাল। চট্রগ্রাম সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটি সদস্য এইচ.এম সালাউর্দ্দিন জানান, মুনতাসির এর নেতৃত্বে চট্রগ্রামের কয়েকজন ব্যক্তি এই টাকা নিজেদের বন্ধু-বান্ধবদের কাছ থেকে সংগ্রহ করে চট্রগ্রাম সিটি ইউনিটকে দেয়। চট্রগ্রাম ইউনিট আশ্রয় নেওয়া নাগরিকদের সাহায্যার্থে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের কাছে হস্তান্তর করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের খাদ্যসামগ্রী ও নিত্যেপ্রয়োজনীয় জিনিসাদি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়াও ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। চট্রগ্রাম সিটি ইউনিট থেকে প্রাপ্ত টাকাও তাদের সাহায্যার্থে ব্যয় করা হবে।