বর্তমান পরিপ্রেক্ষিত

বাংলাদেশ আওয়ামী লীগের মেহেরপুর জেলা শাখার কার্যালয় উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 17, 2023

বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখায় স্মার্ট কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখায় স্মার্ট কার্যালয়ের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী কমিটির কো-চেয়ারম্যান ও স্মার্ট বাংলাদেশ তারুণ্যদের সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে (জুমের মাধ্যমে) উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।