রাজনীতি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন ।। আসছেন কেন্দ্রীয় ৫ নেতা

By মেহেরপুর নিউজ

November 09, 2015

মেহেরপুর নিউজ,০৯ নভেম্বর: ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করেছে জেলা যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদের নেতৃত্বে ৫ সদস্যর কেন্দ্রীয় নেতৃবন্দ মেহেরপুরে জেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহন করবেন বলে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান মেহেরপুর নিউজকে জানিয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিবসের শুরুতে রাত ১২টা ১ মিনিটে কেক কেটে  কর্মসূচী শুরু হবে। সকাল ৭ টা ১ মিনিটি মেহেরপুর শহিদ সামসুজ্জোহা পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৮ টা ১ মিনিটে একই স্থানে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও আওয়ামীযুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন এবং একই স্থানে বিকাল ৩টা ১ মিনিটে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।

আলোচনায় সভায় সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন জেলা অাওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ফরহাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ সম্পাদক অধ্যাপক নবী নেওয়াজ এমপি, শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মারুফুল ইসলাম বিপ্লব, জেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, বাংলাদেশ অওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এম এ এস ইমন। অনুষ্ঠিান পরিচালনা করবেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। প্রতিষ্ঠাবার্ষিকী দিনটি পালনরে লক্ষ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেল যুবলীগ। শহরের গুরত্বপূর্ন এলাকায় শোভাবর্ধনকারী ৮টি তোরণ নির্মান করা হয়েছে। এ ব্যাপারে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে বর্তমান যুবলীগ কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে মাদকমুক্ত সমাজ গড়তে জেলা যুবলীগের নেতাকর্মীদের শপথ করানো হবে। তিনি আরো বলেন, দেশের মডেল যুবলীগের জেলা হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে মেহেরপুর জেলা যুবলীগ।