বর্তমান পরিপ্রেক্ষিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা ইউনিটের এডহক কমিটি অনুমোদিত

By Meherpur News

August 03, 2025

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটি গঠন এবং অনুমোদন দিয়েছে। সদ্য অনুমোদিত এ কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনাকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবীর।

১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মল্লিক। এছাড়া কমিটির সদস্য হিসেবে আছেন—বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা ছাবদার আলী, বীর মুক্তিযোদ্ধা মাহবুল হক, বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, বীর মুক্তিযোদ্ধা জামিল উদ্দিন

এই অনুমোদনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান স্বাক্ষর করেছেন।