মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ এপ্রিল: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দখলে থাকা ০.৯৩১২ একর জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে সারাদেশের ন্যায় মেহেরপুরে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর জেলা ইউনিট। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় হোটেলবাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন,মেহেরপুর জেলা ইউনিটের সেক্রেটারী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্য এ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা। এসময় উপস্থিত ছিলেন,ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ গোলাম রসুল,নির্বাহী সদস্য,আতাউল হাকিম লাল মিয়া,আশকার আলী,মাষ্টার আলাউর্দ্দিন এবং ইউনিট লেভেল কর্মকর্তা। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উল্লেখ রয়েছে,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর রাষ্ট্রপতির আদেশ- ২৬, ১৯৭৩ মোতাবেক আর্ত মানবতার সেবায় নিয়োজিত সরকারের সহযোগী একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ঢাকার মগবাজারস্থ সাবেক ২৮০, হালে ৬৮৪-৬৮৬, হোল্ডিংভুক্ত বাড়ি ও জমি জাতীয় সদর দফতর হিসাবে ব্যবহৃত হচ্ছে যা, সুশ্রী হাউজ নামে পরিচিত ছিল এবং উক্ত বাড়ি ও জায়গা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রাষ্ট্রপতির আদেশ- ১৬, ১৯৭২ বলে পরিত্যক্ত হিসাবে ঘোষণা করতঃ তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আন্তরিক
সহযোগিতায় ও নির্দেশনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপুর্ত ও গৃহায়ন মন্ত্রণালয় কর্তৃক স্মারক নং- সেক-এপি/১এ-৩/৭২/৬, তারিখ: ১৪/০৩/১৯৭২ মোতাবেক সাবেক বাংলাদেশ রেড ক্রস সোসাইটি বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান জনাব গাজী গোলাম মোস্তফা বরাবরে সম্পূর্ণ বাড়ি ও জমির দখল বুঝিয়ে দেয়া হয়। পরবর্তীতে সাবেক ২৮০, হালে ৬৮৪-৬৮৬ হোল্ডিংভুক্ত বাড়ির স্থাপনাসহ উচুঁ/নীচুঁ ২৫.৭৩ বিঘা জমি তৎকালীন গণপূর্ত ও আরবান ডেভেলপমেন্ট মন্ত্রণালয় কর্তৃক হায়ার পারচেজ ভিত্তিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নামে দলিল দেয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে (কপি সংযুক্ত) ১২টি এসএ দাগের জমি হায়ার পারচেজ হিসাবে নির্ধারিত দলিল মূল্য ৯৭,৫৯,৫১২.৬৬ টাকা গ্রহণ করতঃ ২৫.৩১ বিঘা (কম/বেশী) সম্পত্তি বাবদ চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বরাবরে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড কর্তৃক গত ০৯/০৩/২০০৫ তারিখে সম্পাদন ও রেজিষ্ট্রি করে দেয়া হয় । সোসাইটি উক্ত সকল সম্পত্তি সরকার সেরেস্তায় নামজারী করতঃ নিয়মিত খাজনাদি পরিশোধে ভোগ দখলে নিয়োজিত আছে। উক্ত দলিলে উল্লেখিত ১৭০ ও ১৭১নং এসএ দাগের তুলণামূলক আরএস দাগ নং ১৭১২ ও ১৫৩৬ এবং জমির পরিমান যথাক্রমে ০.৯৯০০ একর এবং ০.৯৩১২ একর হওয়ার কথা থাকলেও ভূলক্রমে দলিল রেজিষ্ট্রিকালীন সময়ে আরএস ১৫৩৬ এর স্থলে ১৫১৩ এবং জমির পরিমান ০.৯৩১২ একরের স্থলে ০.০৯৫৮ একর দেখানো হয়েছে। উল্লেখিত ত্রুটিগুলো সংশোধনের নিমিত্তে স্মারক নং- ইডি- ৭২৬৫/২০১২; তারিখ: ২৫/০১/২০১২ মূলে চেয়ারম্যান, পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড বরাবরে আবেদন করা হয়েছে যা, সংশোধনের প্রক্রিয়াধীন আছে । উল্লেখ্য যে, জেলা প্রশাসক, ঢাকা’র মাধ্যমে সরকারী সার্ভেয়ার দ্বারা সম্পূর্ণ সম্পত্তির সরেজমিনে পরিমাপ করতঃ দলিল মূলে রেজিষ্ট্রিকৃত ২৫.৩১ বিঘার স্থলে প্রায় ১৮ বিঘা সোসাইটির দখলীয় সম্পত্তি হিসাবে চিহ্নিত করে চতুর্দিকে উচুঁ প্রাচীর দিয়ে সীমানা বেষ্টিত করা হয়েছে। দলিলে আরএস দাগ নং- ১৫৩৬ এর স্থলে ১৫১৩ এবং জমির পরিমান ০.৯৩১২ একরের স্থলে ০.০৯৫৮ একর উল্লেখ থাকার কারণে জেলা প্রশাসক, ঢাকা কর্তৃক উক্ত সম্পত্তি পরিত্যক্ত দেখিয়ে এবং ১৯৭২সন থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দখলীয় সম্পত্তি জানা সত্ত্বেও সোসাইটির বরাবরে কোনরূপ নোটিশ জারী না করে সম্পূর্ণ গোপনীয়ভাবে অধিগ্রহণ করতঃ শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বড় মগবাজার সরকারী মাধ্যমিক বিদ্যালয় নির্মাণকল্পে বরাদ্দ দেয়া হয়েছে এবং অদ্য ০৭/০৪/২০১৩ তারিখ সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখল করা হয়। স্থানীয় মহিলা সাংসদ জেরিন আকতার ঝুমু ও তাঁর সহোদর ভাই মোক্তার হোসেন সর্দারের নেতৃত্বে সন্ত্রাসীদের সহযোগিতায় অনিয়মতান্ত্রিকভাবে সীমানা প্রাচীর ভেঙ্গে জোরপূর্বক ঢুকে এবং হাঙ্গামায় রেড ক্রিসেন্ট সোসাইটির ১০ জন কর্মচারীসহ ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্য ও রমনা থানা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব আবুল বাসার গুরুতরভাবে আহত হন। দখলকারীদের নেতৃত্বে আসা ম্যাজিষ্ট্রেট এর কাছে সোসাইটির জমি জবরদখলের নির্বাহী আদেশ দেখাতে বললে তিনি দেখাননি। অধিকন্তু আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর ঢাকাস্থ প্রধান এর সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এভাবে বর্ণিত জমি অধিগ্রহণ করা হলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভাবমূর্তি জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্ষুন্ন হবে এবং সোসাইটি দারুনভাবে ক্ষতিগ্রস্থ হবে। এমতাবস্থায়, আর্ত মানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি সদয় হয়ে উক্ত জমি অধিগ্রহণ কার্যক্রম বাতিল করার নিমিত্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি।