জাতীয় ও আন্তর্জাতিক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 16, 2016

ঢাকা অফিস, ১৬ ডিসেম্বরঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৪৫তম মহান বিজয় দিবস। আয়োজনের মধ্যে ছিল সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, সাভার জাতীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

আজ বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় জাতীয় সদর দপ্তরে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য রেহেনা আশিকুর রহমান জাতীয় পতাকা ও সোসাইটির মহাসচিব বিএমএম মোজহারুল হক, এনডিসি রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন। এসময় সোসাইটির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের পর সকাল ৯ টার দিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব খোন্দকার জাকারিয়া খালেদের নেতৃত্বে একটি দল সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত মোহাম্মদপুরস্থ রক্ত কেন্দ্রসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থিত রক্তকেন্দ্র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেন ।