জাতীয় ও আন্তর্জাতিক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 18, 2016

ডেস্ক রিপোর্ট, ১৮ ডিসেম্বরঃ

“উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) সহযোগীতায় পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস।

দিবসটি উপলক্ষে আজ রবিবার ১৮ ডিসেম্বর সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরস্থ প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান াতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব খোন্দকার জাকারিয়া খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এর বাংলাদেশস্থ ডিটেনশন টিম লিডার মিশা উদেকিভ এবং শিরিন সুলতানা, প্রোগ্রাম রেসপনসিবল (আরএফএল)। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক এ কে এম মহাসিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের পাশাপাশি সরকারের সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অভিবাসীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগ অভিবাসীদের নিয়ে কাজ করে ইতিমধ্যে সফলতাও অর্জন করেছে।