জাতীয় ও আন্তর্জাতিক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন ইতালিয়ান রেড ক্রসের প্রেসিডেন্ট

By মেহেরপুর নিউজ

October 04, 2017

ডেস্ক রিপোর্ট, ৪ সেপ্টেম্বরঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান জনাব হাফিজ আহমদ মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ইতালিয়ান রেড ক্রসের প্রেসিডেন্ট  ফ্রান্সিসকো রোকা । আজ বুধবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) জাতীয় সদর দপ্তরে এ সৌজন্যে সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মো: হাবিবে মিল্লাত এমপি, ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য লুৎফর রহমান চৌধুরী হেলাল,  আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব  বি.এম.এম মোজহারুল হক, এনডিসি ও ইতালিয়ান রেড ক্রসের প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা মিজ. এমিলি গোলার উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান কার্যক্রম, মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসাদি বিতরণ, চিকিৎসা কার্যক্রমসহ এ পর্যন্ত তাদের কল্যাণে নেওয়া সব ধরনের মানবিক কার্যক্রম ও সোসাইটি পরিচালিত স্বাস্থ্য ও সেবা কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এসময় বিডিআরসিএস চেয়ারম্যান, মা ও শিশু মৃত্যুহার সহনীয় মাত্রায় কমিয়ে আনার লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ৫৬ টি মাতৃসদন কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

বিডিআরসিএস চেয়ারম্যান জানান , বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১ টি জেলায় শুকনা খাবার, চাল, ডাল, তেল, নগদ অর্থ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা ও নিরাপদ পানি সরবরাহসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তিনি, কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে বলেও ইতালিয়ান রেড ক্রসের প্রেসিডেন্টকে অবহিত করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান জনাব হাফিজ আহমদ মজুমদার, এসব মানবিক কার্যক্রম বাস্তবায়নে ইতালিয়ান রেড ক্রস সোসাইটির সহাযোগিতা কামনা করেন।

ইতালিয়ান রেড ক্রসের প্রেসিডেন্ট  ফ্রান্সিসকো রোকা এধরনের সকল মানবিক কার্যক্রম বাস্তবায়নে ইতালিয়ান রেড ক্রসের সহযোগিতা অব্যাহত থাকবে বলে অভিমত প্রকাশ করেন।

এরপর সোসাইটির কনফারেন্স রুমে কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তা হিসেবে পরিচালিত কার্যক্রম (পপুলেশন মুভমেন্ট অপারেশন ) এর ব্রিফিং সেশনে অংশ নেন। এসময় ডিজাস্টার রেসপন্স বিভাগের পক্ষ থেকে কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের জন্য নেওয়া মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া সকল কার্যক্রম তুলে ধরা হয়।

আগামীকাল ৫ অক্টোবর ইতালিয়ান রেড ক্রসের প্রেসিডেন্ট  ফ্রান্সিসকো রোকা  কক্সবাজার যাবেন। তিনি আগামী ৭ অক্টোবর ঢাকা ছাড়বেন।