ইতিহাস ও ঐতিহ্য

বাঙালী ঢংয়ে মঙ্গলযাত্রা …. বৈশাখের রঙের মেলায় আমার নিমন্ত্রণ

By মেহেরপুর নিউজ

April 14, 2016

মেহেরপুর নিউজ, ১৪ এপ্রিল:

বৈশাখী রোদে আবার বেজেছে রঙিন কাঁচের চূড়ি দখিনা বাতাসে আজ ওড়াবো আমার মন ঘুড়ি ৷ বাসন্তী রঙ শাড়ির ভীরে আজ আবার হারাবো কৃষ্ণচূড়ার লাল আগুনে মন আবার পোড়াব ৷ আজ নাচবো আজ গাইবো আজ মাতবো প্রাণ খুলে আজ নাচাবো আজ গাওয়াবো আজ মাতাবো সব ভুলে ৷ আজ অনেক দিনের পরে হবে আবার সমর্পন মন ঘুড়িটায় থাকবে ভরে লাজুক শিহরণ ৷ আজ মন বাঁশরীর সুরে সুরে ভুবন মাতাবো যাদুর কাঁঠির ছোঁয়ায় আজ তোমায় জাগাবো ৷ তুমি হাসবে তুমি ফাঁসবে তুমি আমায় জড়াবে তুমি দুষ্টু চোখের চাহনীতে আমায় ভরাবে ৷ আজ বৈশাখের রঙের মেলায় আমার নিমন্ত্রণ আজ ধন্য বড় ধন্য আমার ক্ষুদ্র তুচ্ছ জীবন ।।  কবির ভাষায় তাই বলি, এসো হে বৈশাখ এসো এসো……। বৈশাখের রঙের মেলায় আজ মেতেছে সবাই। বাঙালী ঢংয়ে ঐতিহ্যের সাজে সেজেছিল মেহেরপুরের মঙ্গলশোভাযাত্রা।

গ্রাম বাংলার চিরচেনা গরুর গাড়ি, বিয়ের প্রথম দিনে বউকে নিয়ে আসা পালকি, বাঙালীর গর্বিত কৃষাণ-কৃষানী, বাউলিয়ানা, সাপুড়ে, বেদে, ঘোলওয়ালা, উপজাতি, বিষপ এবং হারাতে বসা যাঁতা শিল্পকে ফুটিয়ে তুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সামাজিক প্রতিষ্ঠান অংশ নেয় মঙ্গলশোভাযাত্রায় । ঢাক-ঢোল আর বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি মেহেরপুরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় মেহেরপুর জেলা প্রশাসন, মেহেরপুর সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ, মেহেরপুর সরকারী বালক বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, জেলা ছাত্রলীগ, উদিচি সাংস্কৃতিক গোষ্ঠী, জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমী, গোল্ডেন ফিউচার স্কুল, মানব উন্নয়ন কেন্দ্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা বিভিন্ন বাঙালী সাজে মঙ্গলযাত্রায় অংশ নেয়।