ব্যবসা ও বানিজ্য

বাঙ্গালীর সাংস্কৃতিক ঐতিহ্য এবং মেহেরপুরের ভাষা ও কৃষ্টি-কালচারকে তুলে ধরতে হবে—-এ্যাডঃ মিয়াজান আলী

By মেহেরপুর নিউজ

January 14, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারী: মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী বলেন, বাঙ্গালীর সাংস্কৃতিক ঐতিহ্য এবং মেহেরপুরের ভাষা ও কৃষ্টি-কালচারকে তুলে ধরতে হবে । তিনি আরো বলেন, যুব সমাজের যুবকদের বিপদগামী থেকে রক্ষা করতে পারে সাংস্কৃতি চর্চা ও খেলা ধুলা । শুক্রবার বিকালে মেহেরপুরের নব গঠিত সংগঠন “সচেতন” ( সকল চেতনায় তরুণ, নাগরিক)-এর  উদ্যোগে এবং এভারগ্রীন মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সহযোগীতায় স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

সামসুজ্জোহা পার্কের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত পিঠা উৎসব ওসাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী । সভাপতিত্ব করেন সচেতন-এর উপদেষ্টা রবিউল হোসেন বাঘা। বিশেষ অতিথি হিসাবে বাঙ্গালীর সাংস্কৃতিক ঐতিহ্য ও মেহেরপুরের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও লোক গবেষক আবদুল­াহ আল আমিন ,সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিকর্মী শাশ্বত নিপ্পন ,সচেতনের সহ-সভাপতি নকিম উদ্দিন , সাধারন সম্পাদক হুমায়ন কবির প্রমুখ । অতিথিদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আমদহ ইউপি’র চেয়ারম্যান আনারুল ইসলাম,এভারগ্রীন মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান শরিফুল ইসলাম প্যারিস, আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ব্যবস্থাপক আব্দুল কাদের প্রমুখ । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিক ভাবে পিঠা উৎসবের  উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী । উদ্বোধনের পর তিনি বিভিন্ন পিঠার স্টলে পরিদর্শন করেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে  স্থানীয় ও বহিরাগত শিল্পীরা লালন, বাউল, ভাটিয়ালী মারফতি সহ বাংলার ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মাতিয়ে তোলেন ।