অন্যান্য

বাঁচতে শেখার উদ্যেগে বুড়িপোতা ইউনিয়নের পাচারমুখী ২৭ জন মহিলাকে বিনামূল্যে গরু বিতরন

By মেহেরপুর নিউজ

March 10, 2010

নিউজ ডেস্ক বাঁচতে শেখা মেহেরপুর জেলা শাখা উদ্যেগে মানব পাচার প্রতিরোধে বুড়িপোতা ইউনিয়নের পাচারমুখী ২৭ জন মহিলাকে বিনামূল্যে গরু বিতরন করা হয়েছে। আজ ১০ মার্চ বেলা ১২ টার দিকে মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পাচারমুখী মহিলাদের বিনামূল্যে গরু বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িপোতা ইউনয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শাজাহান আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমও প্রতিনিধি আসমা খাতুন,উপজেলা প্রাণী কর্মকর্তা ডা: আশাদুজ্জামান, বাঁচতে শেখা কর্মকর্তা অলক সাহা,সুনীল গোমেজ প্রমূখ।