বর্তমান পরিপ্রেক্ষিত

বাড়িবাকায় ৪টি স্বর্ণের বারসহ ২ জন আটক

By Meherpur News

May 14, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা সীমান্ত বিজিবি’র অভিযানে ৪টি স্বর্ণের বারসহ আরজ আলী এবং আবুল কালাম নামের দুই চোরাকারবারিকে আটক ।

বুধবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রাম থেকে আরজ আলী এবং আবুল কালামকে আটক করেন। আটক আবুল কালাম বুড়িপোতা গ্রামের জলিল মন্ডলের ছেলে এবং আরোজ আলী জহর মন্ডলের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বাড়িবাকা সীমান্ত বিজিবি’র নায়েক মাসুদ হাওলাদার নেতৃত্বে বুড়িপোতা সানপাড়া এলাকা থেকে প্রথমে আবুল কালাম এবং পরে আর আরোজকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪টি স্বর্ণের বার, যার ওজন ৭০৪ গ্রাম উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।