বর্তমান পরিপ্রেক্ষিত

বাবর পাড়ায় আইন অমান্য করে পুকুর খনন

By মেহেরপুর নিউজ

March 17, 2024

মেহেরপুর নিউজ:

সরকারি আইন অমান্য করে অবৈধভাবে পুকুর খনন করতে গিয়ে সরকারিভাবে নির্মাণ করা কালভাট ভেঙে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাবর পাড়া গ্রামে।

কয়েকদিন যাবত বাবর পাড়া গ্রামের রাস্তার পাশে অবৈধভাবে পুকুর কাটতে গিয়ে সেখানকার একটি কালভাঁট ভেঙে ফেলা হয়েছে। জানা গেছে বাবুর পাড়া গ্রামের মুসা কলিমের ছেলে সাইফুল ইসলাম রাস্তার পাশে তার একটি জমিতে পুকুর কাটছিল। পুকুর কেটে ট্রাক্টর দিয়ে মাটি তোলার সময় সরকারিভাবে নির্মিত কালভাঁটটি ভেঙে ফেলে।

এলাকাবাসীর অভিযোগ সাইফুল ইসলাম যেখানে পুকুর খনন করছেন তার অর্ধেকজমি সরকারি রাস্তার উপর। তিনি সরকারি আইন অমান্য করে পুকুর খনন করার পাশাপাশি মাঠে যাতায়াতের একমাত্র কালভার্টটি ভেঙে ফেলে। সাইফুল ইসলাম ইতো পূর্বে সরকারি আইন অমান্য করে একাধিক পুকুর খনন করেছে বলে গ্রামবাসী সুত্র জানা গেছে।