টপ নিউজ

বাবার মৃত্যর একদিন পর মায়ের কোল শূন্য করল শিশুকন্যা

By Meherpur News

December 24, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী–কাথুলী সড়কের সাহারবাটী ও ভাটপাড়া গ্রামের মাঝামাঝি স্থানে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল একটি পরিবারের সব সুখ। মুহূর্তেই এলোমেলো হয়ে গেল তুহিন হোসেনের সংসার।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে মোটরসাইকেলে করে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে চলছিলেন তুহিন হোসেন (৩০)। পথে একটি ইঞ্জিনচালিত ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই সব শেষ। ঘটনাস্থলেই প্রাণ হারান তুহিন। রাস্তায় লুটিয়ে পড়ে থাকে তার স্বপ্ন, তার ভবিষ্যৎ। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় তার স্ত্রী তমা খাতুন (২৫) ও একরত্তি কন্যা তালহা খাতুনকে। প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর মেহেরপুর জেনারেল হাসপাতাল, শেষ আশ্রয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু নিয়তির কাছে হার মানতে হয় নিষ্পাপ তালহাকে। বাবার মৃত্যুর একদিন পর মায়ের বুক খালি করে চিরতরে চলে যায় সে।

এখন হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তালহার মা তমা খাতুন। জানেন না—স্বামী আর সন্তান কেউই আর ফিরবে না। জানলে হয়তো এই কষ্ট সহ্য করা তার পক্ষে অসম্ভব হতো।

একদিকে স্বামীর লাশ, অন্যদিকে শিশুর নিথর দেহ—একসাথে দুইটি জানাজা। শোকের মাতমে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। চোখের পানি থামছে না স্বজনদের, ভারাক্রান্ত এলাকাবাসীর হৃদয়।

এই দুর্ঘটনা শুধু দুটি প্রাণ কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে একটি পরিবারের হাসি, স্বপ্ন আর ভবিষ্যৎ।