বর্তমান পরিপ্রেক্ষিত

বামন্দী ইউপি চেয়ারম্যান কমল অসুস্থ : হাসপাতালে ভর্তি

By মেহেরপুর নিউজ

June 06, 2023

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল অসুস্থ হয়ে কুষ্টিয়া ডাক্তার মান্নান হার্ড হাসপাতালের আইসিওতে ভর্তি রয়েছেন। এর আগে সােমবার রাতে প্রচন্ড গরমের কারণে তিনি নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসা দেয়ার লক্ষে রাতেই তাকে কুষ্টিয়া ডাক্তার মান্নান হার্ড হাসপাতালে নেয়া হয়। এদিকে, চেয়ারম্যান ওবাইদুর রহমান কমলের সুস্থ্যতা কামনা করেছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।