মেহেরপুর নিউজ:
মেহেরপুর ৯ নম্বর ওয়ার্ড বায়তুল নূর জামে মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করার পর রুবেল নামের যুবককে আটক করে গণপূর্তি নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে রুবেলকে পুলিশের হাতে সোপর্দ করা হয় রুবেল মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার আমির হোসেনের ছেলে। জানা গেছে কত বৃহস্পতিবার রুবেল মেহেরপুর ৯ নম্বর ওয়ার্ড বায়তুল নূর জামে মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি নিয়ে যায়। চুরি করার বিষয়টি এক প্রতিবেশী মহিলা দেখে ফেলার পর শুক্রবার মসজিদ কমিটির লোকজনকে জানান। পরে তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।