বর্তমান পরিপ্রেক্ষিত

বারাদি ছাগল হাটে ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প

By মেহেরপুর নিউজ

August 18, 2018

মেহেরপুর নিউজ, ১৮ আগষ্ট: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গবাদী পশু রোগ নির্ণয়ের লক্ষ্যে মেহেরপুর সদর উপজেল গ্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার বারাদী ছাগলের হাটে ভেটিনারী মেডিকেল টিম কাজ শুরু করেছে।

শনিবার সকাল থেকে হাট চলা পর্যন্ত এই টিম বারাদী ছাগলের হাটে তাদের কর্মকান্ড পরিচালনা করেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীরর আলম বিষয়টি তদারকী করছেন। এছাড়াও মেহেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ নুর আলম, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সফি উদ্দীন, মোঃ রহমতুল্লাহ, কামাল উদ্দীন, সাইফুল ইসলাম সেখানে দায়িত্ব পালন করছেন। প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম জানান মানুষ যাতে সুস্থ্য গরু ছাগল কোরবানী দিতে পারেন সে জন্য সরকারি সিধান্ত অনুযায়ী আমাদের টিম সদর উপজেলার আমঝুপি, বারাদী, গাংনী উপজেলার গাংনী এবং বামুন্দীর হাটে কাজ করছি।  এদিকে ঈদকে সামনে রেখে বারাদি হাটে ব্যাপক ছাগল আমদানি হয়েছে।