বর্তমান পরিপ্রেক্ষিত

বারাদীতে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ও নিজ দেশে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

September 24, 2017

মেহেরপুর নিউজ, ২৪ সেপ্টেম্বর: মিয়ানমারে জাতিগত বৈষম্যের শিকার রোহিঙ্গা শরনার্থীদের মৌলিক অধিকারসহ নিজ দেশে পুনর্বাসন ও অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টায় বারাদী বাজার কমিটির উদ্যোগে বারাদী বাজারের সকল ব্যবসায়ী, সূধীজন ও মাদীনাতুল উলুম কওমী মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন কর্মসূচী ও অসহায় নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের সাহায্যের জন্য অত্র এলাকার সর্ব সাধারণের প্রতি আহ্বান রেখে মানববন্ধন করা হয়। মানববন্ধন কর্মসূচী বাস্তবায়নে ব্যবসায়ীরা এক ঘন্টা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচী পালন করে। বারাদী বাজার কমিটির সভাপতি হাজী লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, মাওলানা তালেব উদ্দীন, মাওলানা শফিকুল ইসলাম ও মাসাদুল ইসলাম প্রমুখ।