বর্তমান পরিপ্রেক্ষিত

বাল্যবিযে প্রতিরোধে সচেতন হতে হবে – জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

September 10, 2018

মেহেরপুর নিউজ, ১০ সেপ্টেম্বর: মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধী। এই ব্যাধীকে দুর করতে তোমাদের ও সচেতন হতে হবে। জেলা প্রশাসক বলেন ১৮ বছরের আগে বিয়ে না হলে কি আর বিয়ে হবে না? নাকি ছেলেরা সব পালিয়ে যাবে। জেলা প্রশাসক বলেন বাল্য বিবাহের কারণে বাংলাদেশের মেয়েরা আরো পিছিয়ে যাচ্ছে। তোমাদের যেন আর পিছিয়ে যেতে না হয় তার জন্য লেখাপড়ার প্রতি মনোনিবেশ করতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন সোমবার সকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের উদ্যোগে প্রতিষ্ঠান মিলনায়তনে মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ কতৃক জেলা প্রশাসককে দেওয়া এক সংবর্ধনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান এর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক আরো বলেন, তোমাদের মধ্যে সকলের আশা থাকতে হবে। আশা না থাকলে ভাল কিছু হওয়া যায় না। জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার মেয়েদের জন্য সকল সুবিধা দিয়েছেন। যার কারণে আজকে মেয়েরা ডিসি, জজ, পাইলট, ডাক্তার থেকে সব ক্ষেত্রের তাদের অবস্থান সুদৃড় করেছে। তাই তোমাদের ও আজকে সফথ নিতে হবে জীবনে বড় কিছু করতে। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহাম্মদ, ছাত্রী খুশি খাতুন। এর আগে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এস পৌছালে তাকে গার্ড-অব-অনার প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক সালাম গ্রহন ও প্যারড পরিদর্শন করেন। পরে সেখানে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন। অধ্যক্ষ আখতারুজ্জামান জেলা প্রশাসকের সাথে ছিলেন। দল নেতা খুশিয়ারা প্যারেড পরিচালনা করেন। পরে জেলা প্রশাসক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সততা ষ্টোর ও কলেজ শাখা পরিদর্শন করেন।