আইন-আদালত

বাল্যবিয়ে বন্ধ ।। গাংনীতে কনের পিতার কারাদন্ড

By মেহেরপুর নিউজ

August 29, 2016

মেহেরপুর নিউজ,২৯ আগষ্ট: মেহেরপুরের গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে রুস্তুম আলী নামের এক কনের পিতার ১৪ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্তরে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি) এসএম জামাল আহমেদ। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের রুস্তুম আলী মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী দেবী খাতুন (১৩) এর সাথে মেহেরপুরের এক ছেলের সাথে রাতে বিয়ের আয়োজন করা হয়েছে। এমন সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দীন অভিযান চালিয়ে কনের পিতা রুস্তমকে আটক করে সেই বিয়ে ভেঙে দেন। পরে তাকে সহকারী কমিশনার (ভুমি) এস এম জামাল আহমেদের ভ্রাম্যমান আদালতে হাজির করা কাকে ১৪দিনের কারাদন্ড দেয়া হয়। তবে অভিযুক্ত রুস্তুম আলীর পরিবার জানায়, তারা কোন বাল্য বিয়ের আয়োজন করেননি। তাদের মেয়ের বিয়ের বিষয়ে খোঁজ খবর নিতে কিছু লোকজন তাদের বাড়ি এসেছিলেন।