আইন-আদালত

বাল্য বিবাহের আয়োজন করায় কণের পিতার জরিমানা

By মেহেরপুর নিউজ

November 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে  উপজেলার কোলা গ্রামে বাল্য বিবাহের আয়োজন করায় কনের পিতার জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, কোলা গ্রামের রমজান আলী তার মেয়ে স্থানীয় মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী চামেলী খাতুনের (১৩) বিয়ের আয়োজন করে তার বাবা মা। গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তানিয়া বাল্য বিবাহ ভেঙ্গে দেন এবং কণের পিতা রমজান আলীর ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় সদর থানার এস আই গিয়াস উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।