আইন-আদালত

বাল্য বিবাহের অয়োজন করায় এবার বর সহ কনের পিতার কারাদন্ড

By মেহেরপুর নিউজ

November 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ নভেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে বাল্য বাল্য বিবাহের আয়োজন করায় ভ্রাম্যমান আদালত বর মফিজুর রহমান (২৫) এবং কনের পিতা জহির উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুণ কুমার মন্ডল এই রায় দেন। ভ্রাম্যমান আদালতের বিচারক অরুণ কুমার মন্ডল জানান, মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরন্দর গ্রামের জহির উদ্দিনের মেয়ে দারিয়াপুর বালিকা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়–য়া ঝিমি আক্তারের সাথে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামের  সমাজুল ইসলামের ছেলে মুফিজুর রহমানের সাথে বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক সহ পুলিশের এসআই মফিজুল ইসলাম মেয়ের বাড়িতে পৌঁছে বাল্যবিয়ে বন্ধ করে দেয়। এবং বাল্য বিয়ে দেওয়ার চেষ্টার অপরাধে কনের পিতাকে এবং বাল্যবিয়ে করার অপরাধে আদালত ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৪ এবং ৬ ধারায় এই দন্ড দেন।