আইন-আদালত

বাসি-পচা মাংস বিক্রি করার অভিযোগে মাংস বিক্রেতার জরিমানা

By মেহেরপুর নিউজ

May 26, 2020

মেহেরপুর নিউজ:

বাসি পচা মাংস বিক্রি করার অভিযোগে তহিদুল ইসলাম সুজন নামের এক মাংস বিক্রেতার কাছ থেকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের ভূমি অফিস মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাংস ব্যবসায়ী সুজনের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে মেহেরপুর শহরের গোরস্তানপাড়ার শহিদুল ইসলাম নামের এক ক্রেতা সুজনের কাছ থেকে গরুর মাংস ক্রয় করে। মাংস বাড়ি নেওয়ার পর ওই মাংস দিয়ে দুর্গন্ধ বের হলে তার সন্দেহ হয়।

বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করার পর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হকের নেতৃত্বে ভূমি অফিস মোড় এলাকায় অভিযান চালানো হয়। পরে পৌর স্যানিটারী ইন্সপেক্টর মনিরুল ইসলাম মাংস পরীক্ষা করে ওই মাংস খাবার উপযোগী নয় বলে জানানোর পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ ধারায় ব্যবসায়ী তোহীদুল ইসলাম সুজনের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, মেহেরপুর সদর থানার এসআই সাখাওয়াত হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।