বর্তমান পরিপ্রেক্ষিত

বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনীকে পিটিয়েছে এলাকাবাসী

By মেহেরপুর নিউজ

July 31, 2019

ইজি বাইক চালক ও যাত্রীকে মারধর করার প্রতিবাদে বাস মালিক সমিতির প্রতিবাদে কথিত ২ লাঠিয়াল বাহিনীর সদস্যকে পিটিয়েছে এলাকাবাসী।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর মহাজনপুর সড়কে হাতিকাটার মোড় এলাকায় এঘটনা ঘটে। মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের বাবুর স্ত্রী জেলেহার খাতুন জানান আমরা কয়েকজন যাত্রী ইজিবাইক যোগে বাড়ি যাচ্ছিলাম।

পথের মধ্যে হাতিকাটার মোড় এলাকায় মালিক সমিতির কথিত লাঠিয়াল বাহিনীর সদস্য সাইফুল ও সেলিম ইজিবাইক থামিয়ে মারধর শুরু করে। এ সময় এলাকার কর্মরত কৃষকরা লাঠিয়াল বাহিনীর সদস্যদের সাথে বিবাদে জড়িয়ে পরে এবং এক পর্যায়ে এটি মারামারিতে পরিনত হয়।

এসময় জেলহার, সাইফুল ও সেলিম আহত হয়। পরে তারে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

# নিজস্ব প্রতিনিধি #