বর্তমান পরিপ্রেক্ষিত

বাড়াদী ইউনিয়নের আগামী অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

By মেহেরপুর নিউজ

May 21, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বাড়াদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাড়াদী ইউনিয়নের ২০২৩- ২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে বাড়াদী ইউনিয়ন পরিষদ মিলনাতনপ বাড়াদী ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলামের সভাপতিত্বে সচিব আজিম উদ্দিন বাজেট ঘোষণা করেন। বাড়াদী ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরে ১ কোটি ৭ লক্ষ ৩ হাজার ৩২ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউপি সদস্য রিপন আলী, সুলতান আলী, জাহাঙ্গীর হোসেন বাবলু, জাকির হোসেন লিটন, কামাল হোসেন, সংরক্ষিত মহিলার সদস্য ফারহানা ইয়াসমিন, বুলবুলি খাতুন, শাহিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।