রাজনীতি

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্মরণসভায় মাসুদ অরুন

By মেহেরপুর নিউজ

March 21, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ মার্চ: জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণপুরুষ, দুঃশাসন বিরোধী লড়াইয়ের আপোষহীন যোদ্ধা বিএনপির সংগ্রামী মহাসচিব সদ্য প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের স্মরনে রোববার মেহেরপুর বিএনপির উদ্দ্যেগে আলোচনা সভা ও শোকর‌্যালী অনুষ্ঠিত হয়। শহীদ ড. সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির সভাপতি শহিদুল হক মাস্টার। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জাতীয়পার্টির যুগ্ম মহাসচিব শেখ সাঈদ আহমেদ, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, এদেশের সকল গনতান্ত্রিক সংগ্রামের মহানযোদ্ধা, দুঃশাসন ও আদিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অকুতোভয় সৈনিক জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণপুরুষ বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এর জীবন থেকে রাজপথের সৈনিকদের শিক্ষা নিতে হবে। আপোষকামীতা এবং আত্মরক্ষর পথ পরিহার করে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে খোন্দকার দেলোয়ার ছিলেন আপোষহীন কিংবদন্তী। সমাবেশ শেষে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে বিশাল শোকর‌্যালী শহর প্রদক্ষিণ করে। এদিকে গাংনী উপজেলা বিএনপির শোকর‌্যালীতে পুলিশী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে মাসুদ অরুন বলেন, এই হামলা প্রমাণ করে আদিপত্যবাদের দোসর বর্তমান সরকার খোন্দকার দেলোয়ারের দেশমাতৃকা রক্ষাযে সংগ্রাম তাকে ভয় পায়। তিনি অবিলম্বে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার দাবী করেন।