বর্তমান পরিপ্রেক্ষিত

বিএনপি‘র মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালী

By মেহেরপুর নিউজ

September 09, 2023

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সায়দাতুন্নেসা নয়নের সভাপতিত্বে প্রধান আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু প্রমুখ।পরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্ব র‍্যালিটি বোসপাড়া সড়ক প্রদক্ষিণ করে।